ত্রিপুরায়ও মোদি ম্যাজিক দেখলো ভারতবাসী ! | India Election News | Somoy Tv

By : SOMOY TV News

Published On: 2018-03-03

2 Views

01:39

ভারতের ত্রিপুরা রাজ্যে ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। শনিবার ঘোষিত নির্বাচনী ফলে দেখা যায়, ৪০টিরও বেশি আসনে জয় পেয়ে এরই মধ্যে বিজয় নিশ্চিত করেছে কেন্দ্রের ক্ষমতাসীন দলটি। এ জয়কে ঐতিহাসিক বিজয় বলে আখ্যা দিয়েছে বিজেপি। তবে নাগাল্যান্ডে বিজেপি নতুন জোটের সঙ্গী হলেও সমান সমান অবস্থানে রয়েছে স্থানীয় দল এনপিএফ। এদিকে, মেঘালয় বিধানসভায় জয়ের ধারা অব্যাহত রাখতে চলেছে কেন্দ্রের বিরোধী দল কংগ্রেস।

ত্রিপুরায়ও মোদি ম্যাজিক দেখলো ভারতবাসী। শনিবার রাজ্যের ফল প্রকাশের শুরু থেকেই রাজ্যটিতে বিজেপি নেতা-কর্মী ও সমর্থকরা বাধভাঙা উল্লাসে মেতে ওঠেন। ২৫ বছর ধরে ক্ষমতায় থাকা মানিক সরকারের বামফ্রন্টের দুর্গ তছনছ করে দিয়ে, রাজ্যটির দখল নিলো কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এ রাজ্যে মোদি সরকারের উন্নয়নের প্রতিশ্রুতিই দলটির এ বিজয় এনে দিয়েছে বলে করছেন অনেকে।

ত্রিপুরায় ২০১৩ সালের নির্বাচনে কোনো আসনে জয় না পাওয়া বিজেপি এবার, রাজ্যের উপজাতি অধ্যুষিত বেশির ভাগ আসনে জয় পেয়েছে। আর এটিই বামফ্রন্টের পরাজয়ের নিয়ামক হিসেবে কাজ করেছে বলে জানিয়েছে গণমাধ্যম।

নাগাল্যান্ডে এতদিন এনপিএফের সঙ্গে জোট সরকারে থাকলেও, এ বারের নির্বাচনে নতুন দল ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি-এনডিপিপির সঙ্গে নির্বাচনে অংশ নেয় বিজেপি। রাজ্য বিধানসভার ৬০ আসনের মধ্যে এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে দুই দলই প্রায় সমান সমান অবস্থানে রয়েছে।

BJP is going to form government after ending the 25-year-old rule in Tripura state of India. As a result of Saturday's election, it is seen that the victory of the party in more than 40 seats has already confirmed victory. This victory is declared as a historic victory, BJP has said. But in Nagaland the BJP is in the alliance with the new alliance, but the local party NPF is in equal position. Meanwhile, the opposition Congress party in the Meghalaya assembly is continuing to win the victory.

In the Tripura, Modi saw the magic of India. The BJP leader-activists and supporters in the state began to fondle at the start of Saturday's results. The ruling party BJP's ruling party, occupying the state, was abducted by the Left Front's stronghold of the Manipur government, which has been in power for 25 years. Many people have said that the promise of development of the Modi government in the economically backward state has given the victory to the party.

In Tripura, the BJP, which has not won any seat in the 2013 election, has won most of the state's tribal population. And it has been the controller of the Left Front's defeat, said the media.

Although the coalition government in Nagaland has been with the NPF all the time, the BJP participated in the election with the new party Nationalist Democratic Progressive Party-NDPP. Out of the 60 constituencies of the state assembly, so far, the results of the two parties are almost equal in number.

Trending Videos - 19 April, 2024

RELATED VIDEOS

Recent Search - April 19, 2024