নোয়াখালী মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি ডাক্তারশুণ্য

নোয়াখালী মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি ডাক্তারশুণ্য

লোকবল সংকটে জর্জরিত নোয়াখালী মা ও শিশু কল্যান কেন্দ্রটি। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। প্রয়োজনীয় সরকারী উদ্যোগের অভাবে স্বাস্থ্য সেবা বঞ্চিত হচ্ছে জেলার মা ও শিশুরা। br br জেলার মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষ্যে মা ও শিশু কল্যান কেন্দ্রটি যাত্রা শুরু করে ২০০২ সালে। প্রতিষ্ঠার পর থেকে কেন্দ্রটিতে সেবার মান না বাড়লেও ভবনের আকার বেড়েছে। দ্বিতল ভবনটিকে তৃতল করে দ্বিগুন করা হয় শয্যা সংখ্যাও। br br কাগজে কলমে এখানে স্বাভাবিক ও জটিল প্রসব সেবা, সিজারিয়ান অপারেশন, গর্ভোত্তর পরিচর্যাসহ মা ও শিশুদের বিভিন্ন সেবার ব্যবস্থা রয়েছে। কিন্তু লোকবল সংকটে এসব কিছু বঞ্চিত সেবা নিতে আসারা। br br ভবনটির মহিলা ওয়ার্ড, এসিস্ট্যান্ট রুম, পোস্ট অপারেটিভ রুমসহ সবকটিই ফাঁকা কিংবা তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। উন্নমানের যন্ত্রপাতি থাকলেও এ্যানেসথেসিয়া ডাক্তার না থাকায় এখন পর্যন্ত অপারেশন হয়নি একটিও। br br স্বাস্থ্য কেন্দ্রটির জন্য রয়েছেন একজন মাত্র মেডিকেল অফিসার। বাকি ৬টি পদে পরিবার পরিকল্পনা বিভাগের স্টাফরা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। br br এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরকে জানানোর কথাই বললেন পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক।


User: Rezowan

Views: 2

Uploaded: 2016-12-16

Duration: 02:05