Jammu And Kashmir: ফিরছে নয়ের দশকের আতঙ্ক? কাশ্মীরে জঙ্গিদের ভয়ে সিঁটিয়ে হিন্দুরা

Jammu And Kashmir: ফিরছে নয়ের দশকের আতঙ্ক? কাশ্মীরে জঙ্গিদের ভয়ে সিঁটিয়ে হিন্দুরা

ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর। উপত্যকায় হিন্দু সম্প্রদায়ের একের পর এক বাসিন্দা খুনের জেরে শুক্রবার প্রতিবাদ শুরু হয়। সম্প্রতি জঙ্গিদের গুলিতে নিহত হন স্থানীয় স্কুলের শিক্ষিকা রজনী বালা। রজনী বাল নামে ওই শিক্ষিকার উপর জঙ্গিরা যেভাবে গুলি চালায়, তারই বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন স্থানীয়রা। যা নিয়ে গোটা এলাকায় ফের শোরগোল শুরু হয়।


User: LatestLY Bangla

Views: 0

Uploaded: 2022-08-24

Duration: 02:00