15. Gig Ranking Tricks

15. Gig Ranking Tricks

Gig Ranking এর গুরুত্বbr br বেশি Buyer দেখা পায়br সার্চের প্রথম পাতায় র‍্যাঙ্ক হওয়া মানে বেশি মানুষ তোমার গিগ দেখতে পাবে। যদি কেউ গিগ-টাই না দেখে, তবে অর্ডার পাওয়ার সুযোগই থাকবে না।br br Click Through Rate (CTR) বাড়েbr ভালো র‍্যাঙ্কে থাকলে গিগে বেশি ক্লিক আসে। যত বেশি ক্লিক, তত বেশি সম্ভাবনা অর্ডার পাওয়ার।br br অর্ডার পাওয়ার সম্ভাবনা বাড়েbr Fiverr-এর buyerরা সাধারণত প্রথম পেইজ বা প্রথম কয়েকটা গিগ থেকেই অর্ডার করে। পিছনের পেইজে থাকলে ক্রেতা পাওয়া খুবই কঠিন হয়ে যায়।br br প্রতিযোগিতায় টিকে থাকাbr একই কাজ হাজারো ফ্রিল্যান্সার করছে। র‍্যাঙ্কিং ভালো হলে প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হয় এবং তুমি আলাদা হয়ে দাঁড়াও।br br Fiverr Algorithm এর বিশ্বাস অর্জনbr Fiverr চায় buyer যেন দ্রুত ভালো service provider পায়। যাদের gig-এ ক্লিক, অর্ডার, ভালো রিভিউ বেশি আসে—তাদের বেশি র‍্যাঙ্কে তুলে দেয়। এতে তুমি long-term-এ টিকে থাকতে পারো।br br Stable Income Continuitybr যদি গিগ র‍্যাঙ্কে থাকে, তাহলে নিরবিচ্ছিন্নভাবে অর্ডার আসতে থাকে। আর গিগ নিচে নামলে অর্ডার হঠাৎ কমে যেতে পারে।


User: VFX Guy

Views: 1

Uploaded: 2025-08-20

Duration: 05:42