protest in usa । black lives matter । george floyd । যুক্তরাষ্ট্রে ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়েছে বিশ্বে

By : BizHut

Published On: 2020-06-03

19 Views

01:28

কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে বিক্ষোভ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। পোল্যান্ড থেকে নিউজিল্যান্ড পর্যন্ত অনেকেই সহিংস দাঙ্গায় জড়িত মার্কিন বিক্ষোভকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন ও জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে লন্ডন, কোপেনহেগেন ও বার্লিনে মার্কিন দূতাবাসগুলোর বাইরে হাজার হাজার লোকের সমাবেশ হয়েছে। ফ্লয়েডের মৃত্যুর আগে শেষ বাক্য ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’, শ্লোগানে মুখরিত করে তুলেছে তারা।

এছাড়াও আয়ারল্যান্ডের ডাবলিনে করোনাভাইরাস লকডাউন ও সামাজিক দূরত্বের নিয়মকে অস্বীকার করেই চলছে প্রতিবাদ। কানাডার টরেন্টো ও ইতালির মিলানে জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ মৃত্যুর প্রতিবাদ জানিয়েছে।

এছাড়াও পোল্যান্ডের ক্রাকোতে ও ইরানের মাশহাদে প্রতিবাদ হিসেবে মোমবাতি প্রজ্জ্বলিত করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের ‘বর্ণবাদ’ নিয়ে কটূক্তি করেছেন তারা ও হ্যাশট্যাগ #ব্ল্যাক-লাইভস-ম্যাটার লিখে মার্কিন বিক্ষোভকারীদের পক্ষে টুইট করে সমর্থন জানিয়েছে অনেকেই।

Trending Videos - 14 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 14, 2024