এক পলকে দেখে নিন বাঁকুড়া জেলার দশ দিকের বাছাই করা দশটি তাজা খবরের আপডেট।

By : Bankura24x7

Published On: 2020-06-15

444 Views

04:11

এক পলকে দেখে নিন বাঁকুড়া জেলার দশ দিকের বাছাই করা দশটি তাজা খবরের আপডেট।
(১) জেলায় থমকে গেল করোনার সংক্রমণ। ১৩ তারিখ জেলায় নতুন করে আক্রান্ত হওয়ার কোন খবর নেই। ফলে মোট আক্রান্তের সংখাও থেমে থাকল ১৭৯ তেই। আর এপর্যন্ত মোট জেলায় সেরে উঠেছেন ৮৭ জন। আর সক্রিয় আক্রান্ত আছেন ৯২ জন। আজকের স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিন থেকে এমনটাই জানা যাচ্ছে।
(২) করোনা সতর্কতায় এবার জেলায় স্যানিটাইজেশনের কাজে নামল সিভিল ডিফেন্স টিম। আজ সিভিল ডিফেন্সের আট জনের একটি দল জেলা কালেক্টরেট চত্বরের বিভিন্ন অফিস স্যানিটাইজড করল। এই টিমের ছিলেন
দেবব্রত বন্দ্যোপাধ্যায়, সুজিত পাল, দীনেশ পাল সুমন্ত ঘোষ, প্রসেনজিৎ মন্ডল,পরান বাউরী দিব্যেন্দু গোস্বামী ও লালটু পাল।
(৩) লকডাউনের মধ্যেই জেলায় আজ মেগা দলবদলের আসর বসল জেলার সোনামুখীতে। এদিন সোনামুখীতে তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি রাজনৈতিক সম্মেলন মঞ্চে প্রায় সোনামুখী ব্লক ও পুর শহরের বিজেপি ও সিপিএম ছেড়ে প্রায় ৫০০ পরিবারের ২,৪০০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই যোগদান পর্বে মন্ত্রী শ্যামল সাঁতরা, দলের জেলা সভাপতি শুভাশিস বটব্যাল সহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
(৪) দলবদল বাঁকুড়ার দুই নাম্বার ব্লকেও। এখানকার একঝাঁক বিজেপি কর্মী বাহাদুর বাদ্যকর, রাজা দাস, সঞ্জয় ঘোষ, ভৈরব বাউরি শারুখ শেখ এর নেতৃত্বে এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল যুব নেতা রাজীব ঘোষাল।
(৫) একই গাছের ডাল থেকে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জেলার কোতুলপুর থানার চুড়ামণিপুর এলাকার লালবাজারে। স্থানীয় বাসিন্দা প্রশান্ত মালিক বিবাহিত ও দুই সন্তানের বাবা গ্রামের এক অবিবাহিত মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। এবং দিন দশ আগে দুজনে গ্রাম ছেড়া পালানোর পর ফের গ্রামে ফেরে তার একদিনের মাথায় ঘটে এই কান্ড।এই জোড়া মৃত্যু নিছক আত্মহত্যা না হত্যা? তা খতিয়ে দেখছে কোতুলপুর থানার পুলিশ।
(৬)কথিত আছে গোবিন্দধামকে আজ থেকে প্রায় ত্রিশ বছর আগে কলেরার মহামারী থেকে রক্ষা করেছিলেন দেবী দুর্গা ও মা রক্ষাকালী। সেই বিশ্বাসেই এবার করোনাকে বধ করতে এই দুই দেবীর শরণাপন্ন হলেন গ্রামবাসীরা। চলল বিশেষ পুজো এবং যাগযজ্ঞ।
(৭) আজ বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল শহরের পাটপুরের প্লেয়ার্স কর্ণার। ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই রক্তদান শিবিরে পুরুষ মহিলা মিলে মোট ৫১জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন।
(৮) এবার করোনা আর আমফানের আস্ফালনের জেরে জেলা থেকে বন্ধ আম রপ্তানি। বাঁকুড়ার আম্রপালি এবার আর বিদেশে পাড়ি দিচ্ছেনা। গত বছরই প্রায় ১৫ টনের মতো আম বাঁকুড়া থেকে পাড়ি দিয়েছিল কুয়েত ও সৌদি আরবে। ফলে আম রপ্তানিতে চাষীরা কেজিতে ২৫০ থেকে ৩০০ টাকা দাম পেয়েছিলেন। যেখানে স্থানীয় বাজারে পাইকারি দর ছিল কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা। জেলার উদ্যান পালন দপ্তরের উপ আধিকর্তা মলয় মাজি বলেন এবার বিদেশে আম রপ্তানি বন্ধ হলেও যেহেতু ফলন কম তাই স্থানীয় বাজারেও দাম ভালো পাবেন চাষীরা। তবে বিদেশে রপ্তানির আর এই মরসুমে হচ্ছেনা বলেও জানান তিনি।
(৯) বৃষ্টির জেরে বেহাল গ্রামের রাস্তা। আর তাতে জেরবার হয়ে গ্রামের মানুষকে সাথে নিয়ে আন্দোলনে নামল সিপিএম। জল থৈ,থৈ,বেহাল রাস্তার ওপর লাল পতাকা হাতে নিয়ে মিছিল করে রাস্তা সারানোর দাবীতে বড়জোড়ার বিডিওর কাছে স্মারকলিপি দিলেন মানাগ্রাম -রাজপ্রাসাদপুর ও রাজ মাধবপুর গ্রামের বাসিন্দাদের একাংশ।
(১০) লকডাউনে সারা দেশের সাথে বাংলাতেও রাজনীতির আঙ্গিনায়

Trending Videos - 28 April, 2024

RELATED VIDEOS

Recent Search - April 28, 2024