Ananda Sakal i: ব্যবসায়িক শত্রুতা, নাকি অন্য কিছু, আপাতত সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ।Bangla News

By : ABP Ananda

Published On: 2022-06-08

12 Views

13:53

দেড় দিন পার। ভবানীপুরের মতো হাই সিকিউরিটি জোনে গুজরাতি দম্পতি খুনে এখনও অধরা অভিযুক্তরা। জোড়া খুনের পিছনে পরিচিত কারও হাত, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ব্যবসায়ী অশোক শা-র দেহে ৬ থেকে ৭টি ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন। এলোপাথাড়ি কোপানো হয়েছে বলে অনুমান। স্ত্রী রশ্মিতার মাথার পিছনে একটিই গুলির ক্ষত। আঘাতের ধরন দেখে তদন্তকারীদের অনুমান, শুধুমাত্র লুঠের উদ্দেশ্য নয়, পুরনো আক্রোশ থেকেই জোড়া খুনের ঘটনা ঘটে থাকতে পারে। ব্যবসায়িক শত্রুতা, নাকি অন্য কিছু, আপাতত সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। পাশাপাশি, নজর ঘোরাতে ব্যবসায়ী দম্পতির বাড়িতে লুঠপাট চালানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

Trending Videos - 3 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 3, 2024