Ananda Sakal iv: উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে দ্রৌপদী মুর্মু। Bangla News

By : ABP Ananda

Published On: 2022-07-12

8 Views

19:35

NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর রাজ্যে প্রচার-সফরের আজ দ্বিতীয় ও শেষ দিন। আজ সকাল থেকেই ঠাসা কর্মসূচি রয়েছে। বিজেপি সূত্রে খবর, সকালে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে যাবেন দ্রৌপদী। এরপর বাইপাসের ধারে হোটেলে, এ রাজ্যের বিজেপি সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। বিজেপি সূত্রে খবর, শারীরিক অসুস্থতার জন্য আসতে পারবেন না বলে জানিয়েছেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি। আমন্ত্রিতদের তালিকায় নাম নেই ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ছেলে ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের। বৈঠক করে কালই কলকাতা ছাড়বেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু।

Trending Videos - 3 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 3, 2024