User Profile
User Avatar

Voice Of Islam

Total Videos: 1

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم<br />Voice Of Islam YouTube Channel.<br />উদ্দেশ্য: জান্নাত অর্জন/জাহান্নাম থেকে মুক্তি (কুরআন শিক্ষা/আমল ও ইবাদত)<br /><br />আসসালামুয়ালাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভাল আছেন।<br /><br />মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি তিনি আমাদের এই চ্যানেলটি একবার হলেও দেখার সুযোগ করে দিয়েছেন। সব নবী–রাসুলই দাওয়াত, তাবলিগ, তালিম ও তারবিয়াতের কাজ করেছেন। যেহেতু নতুন কোনো নবী ও রাসুল আর আসবেন না, তাই কিয়ামত পর্যন্ত দাওয়াত, তালিমে দ্বীনের কাজ আখেরি নবীর উম্মত দের করে যেতে হবে।<br /><br />ইসলামের কল্যাণের বিষয়গুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হলো তাবলিগ। হাদিস শরিফে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও।’ (জামে তিরমিযি)। বিদায় হজের ভাষণে মহানবী (সা.)–এর সর্বশেষ বাক্য ছিল, ‘তোমরা যারা উপস্থিত রয়েছ তারা অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও।’ (সিরাতে ইবনে হিশাম)। দাওয়াত তাবলিগের মূল প্রতিপাদ্য বিষয় হলো সৎকাজে আদেশ ও মন্দ কাজে নিষেধ করা।<br />’ভয়েস অফ ইসলাম’ সেই দাওয়াতের একটি ক্ষুদ্র অনলাইন মাধ্যম।<br /><br />দিনের জন্য এক্ষুণি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।<br /><br />ধন্যবাদ

Playlists
Your Page Title