User Profile
User Avatar

SUSHANTA TECH INTERVIEW

Total Videos: 1

কাউকে বুঝতে গেলে শুধু মাথা খাটালেই চলে না মনটাকেও কাজে লাগাতে হয়। আজ যারা শুধুই আপনার ভুল গুলো দেখতে পাচ্ছে একদিন তারাই আপনাকে হারিয়ে ফেলার জন্য আপশোস করবে। দূরে থাকার জন্য কোনো সম্পর্কে দূরত্ব আসে না দূরত্ব আসে সময় না দেওয়া জন্য। সাহায্য চাইতে গেলে মানুষ ফিরিয়ে দেয় আবার তারাই সুযোগ নিতে চায়। কখনো কাউকে নিজের ইচ্ছার কথা বলবেন না, কারণ সবাই পরিস্থিতি সুযোগ নেয়। নিজের সম্মান ও মর্যাদা বাঁচানোর লড়াইয়ে যদি কখনো একাবোধ করেন,তবে তাই থাকুন।কিন্তু কারও সামনে কখনো মাথা ঝোকাবে না,নয়ত নিজের মর্যদাই হারিয়ে ফেলবেন। যদি কারও সাথে কথা না বললে আপনি থাকতে না পারেন তখন একটা জিনিস আপনি বুঝে যাবেন জীবনে ধাক্কা খাওয়া খুব কাছাকাছি আপনি এসে গেছেন। কঠিন মনের কোনো ব্যক্তিকে দেখে মানুষ ভাবে যে সে ভাঙ্গেনা জেন? কিন্তু কেউ বুঝতে পারেনা যে ভেঙ্গে পড়ার পরই এই ব্যক্তির মনটা এতটা কঠিন হয়েছে। যে সম্মান দেবে সেই সম্মান ফেরত পাবে এর কোনো বিকল্প হতে পারে না।

Playlists
Your Page Title