শেখ হাসিনাকে হুমিকি দিয়ে ইমরান খানের চিঠি ! দেখুন কি লিখা ছিলো ইমরান খানের সেই চিঠিতে

By : أفضل فيديو

Published On: 2018-07-30

4 Views

02:13

আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাটিয়েছিলেন ইমরান খান। এই চিঠি প্রমান করে দেয়, পাকিস্থানের অন্যান নেতাদের মতোই ইমরান খান বাংলাদেশের স্বধীনতা বিরোধী। ইমরান খান বাংলদেশের স্বাধীনতা বিরোধীদের পৃষ্টপোষোক। ২০১৫ সালের ২১ নভেন্মবর শেখ হাসিনাকে দেওয়া ইমরান খানের সেই চিঠি ফাস হলো এতোদিন পর এসে। কিন্তু কি লেখা ছিলো সেই চিঠিতে? বিএনপির অন্যতম নেতা, এবং ৭১ এর রাজাকার ছিলেন সাকা চৌধুরি। আনর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সাকা চৌধুরীর দন্ড হয়। সেই সময় সাকা চৌধুরী সহ দন্ড প্রাপ্ত অন্য রাজাকারেরার নিজেদের জীবন বাচাতে পাকিস্থানের দারস্ত্ব হয়েছিলেন। তেমনি সাকা চৌধুরী ইমরান খানের দারাস্ত হয়েছিলেন।
সে সময় সাকা চৌধুরির দালালি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছিলেন পাকিস্থানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান।
ইমরান খান সেই চিঠিতে সাকা চৌধুরিকে না দেওয়ার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছিলেন। শেখ হাসিনাকে দেওয়া সেই চিঠি এতোদিন পরে এসে গনমাধ্যমে ফাস করে দিলেন আইনজীবী নিঝুম মজুমদার।

আরো দেখুন -
১৯৭১ এর মুক্তিযুদ্ধ নিয়ে ভয়ংকর তথ্য দিলেন ইমরান খান ! ভুল ভেঙ্গে গেছে ইমরান খানের

Trending Videos - 3 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 3, 2024