ফানুস By চন্দ্রবিন্দু ।। Lyric ।। Tune & Vocal - Arman Alif-BDSinger.com

ফানুস By চন্দ্রবিন্দু ।। Lyric ।। Tune & Vocal - Arman Alif-BDSinger.com

ফানুস By চন্দ্রবিন্দু ।। Lyric ।। Tune & Vocal - Arman Alif-BDSinger.combr br আরমান আলিফ বাংলার ইউটিউবের ইতিহাসে একদিন নক্ষত্র হয়ে থাকবে।br br -----------------------------------------------------------------br Please connect our social media:br br News Website: AnyNews24.Combr br Music Website: BDSinger.Combr br Onlain Partner= Abir-Group.netbr br Our Facebook Group - br Our Facebook Page - br Our Website - br Our Twitter - br Our Instagram - br Thank you for watching our video | Click Like SHARE WITH YOUR FRIENDS & Comment.br -----------------------------------------------------------------br br FANUS BY ARMAN ALIF FULL LYRICS : br বন্ধু আমার পরের তরে মন বান্ধিলো হায় !!br আমি কি করে ফিরাইবো তারে আমার অন্তরায়br কার হাতে আজ নাটাই-সুতো br ঘুরিটা আজ কার?br আমার আকাশা শুন্য ভীষণ মেঘমম্য মায়ায়br তুমি নাহয় তোমারা মত হারায় গেলা রে ...br এখন এই ছেলেটা থাকবে ভালো ভাবলে কেমনে?br তুমি সপ্নের ঘোরে আইসো না আর আইসো না রে...br ঘুমে ঘুমে কানতে আর ভাল্লাগেনা রে...br উইড়া গেলো রে...সে উইড়া গেলো রে...br যে মেয়েটা রাখতো মায়া চোখের কাজলে...br তুই কার আকাশে আজ ফানুস হয়ে রে...br রং-বে-রঙের আলো ছড়াস মায়া দিয়া রে।।br আজ আমি রিক্সায় বসে পাশের সিটে কারে খুজে যাই ?br আমি কার কে বা আমার হিসাব্রে মিলাইbr চাইলেই কি তোমার মতো কাউরে পাওয়া যায় ?br তোমার জন্যে মায়া আমার আইজও কমে নাই...br তুমি আজ সাজতে বসো কে আসবে বলেbr তোমার আয়না টা কি ভাবায় আমায় ? তুমি তাকালে...br হারিয়ে যাবার পরেও কি আর একটু খুজো নাই ?br একদিন খুজবে ঠিকই দেখবে সেদিন এই আমি আর নাই...।br যেদিন ইন্সটাগ্রামে কমাইছিলা একটা ফলোয়ার...br সেদিন থেকে হাসিমুখের ছবি নাই আমার...br তোমার ফেসবুকের ওই কভারটাতে হাসিমুখটা কার ?br আমার হাসি কেড়ে তুমি সুখেতেই ছাড়খাড়...!!br আজো লাভ রিয়েক্টে খোজ কি আর আমার আইডিটা?br নাকি ব্লক্লিস্টেই মানায় আমার নষ্ট প্রোফাইল্টা...br তুমি রেগে গেলে রাগ ভাঙ্গাতে গান শোনায় কে ?br শুধু আমি এখজন যে তোমাকে ভালোবেসেছে..


User: AnyNews24.Com

Views: 115

Uploaded: 2018-07-31

Duration: 05:38