নায়িকা জয়া আহসান এর জীবন কাহিনী , Biography of Dhallywood Actress Joya Ahsan Jaya Ahsan Move List

নায়িকা জয়া আহসান এর জীবন কাহিনী , Biography of Dhallywood Actress Joya Ahsan Jaya Ahsan Move List

#Joya #Ahsan #Life নায়িকা #জয়াআহসান এর জীবন কাহিনী , Biography of Dhallywood Actress #JoyaAhsan #JayaAhsanMoveList #জয়াআহসানএরজীবনকাহিনীbr জয়া আহসান বা জয়া মাসউদ হলেন একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। হলেন একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। তিনি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও কাজ করেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব, ছয়টি মেরিল-প্রথম আলো পুরস্কার,দুবার ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আরও অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।br তার অভিনীত প্রথম চলচ্চিত্র ব্যাচেলর (২০০৪)। তিনি নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত সৈয়দ শামসুল হক'র নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত গেরিলা চলচ্চিত্রে বিলকিস বানু চরিত্রে এবং রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি চলচ্চিত্রে সাংবাদিক নবনী আফরোজ চরিত্রে অভিনয় করে টানা দু'বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[১][২][৩] অনিমেষ আইচ পরিচালিত জিরো ডিগ্রী সিনেমায় অভিনয় করে তিনি ২০১৫ সালে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার [৪]br জয়া আহসান গোপালগঞ্জ জেলায় ১৯৭২ সালে ১ জুলাই জন্মগ্রহণ করেনbr প্রাথমিক জীবনbr জয়া আহসান জন্মগ্রহণ করেন জয়া আহসান জন্মগ্রহণ করেন গোপালগঞ্জ জেলায়। তার বাবা মুক্তিযোদ্ধা এ এস মাসউদ এবং মা রেহানা মাসউদ ছিলেন একজন শিক্ষিকা। তারা দুই বোন এক ভাই। অভিনয় শুরুর আগে জয়া নাচ ও গানের প্রতি আকৃষ্ট ছিলেন। প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি তিনি ছবি আঁকা শিখেছিলেন।[৫] তিনি একটি সংগীত স্কুলও পরিচালনা করেন।br #Joya #Ahsan #Lifebr বাংলাদেশের সবচাইতে সমালোচিত হট অভিনেত্রী জয়া আহসানের জীবনের গল্প। #LifeStoryofJoyaAhsan


User: Mermaid Entertainment News

Views: 3

Uploaded: 2020-06-17

Duration: 11:01

Your Page Title