ঝড় থেমে যাক -- চমক, বহ্নি, বর্ণমালা -- Jhor Theme Jaak -- Chamok, Bonni, Bornomala

ঝড় থেমে যাক -- চমক, বহ্নি, বর্ণমালা -- Jhor Theme Jaak -- Chamok, Bonni, Bornomala

এবারের পহেলা বৈশাখ অন্যরকম। থমকে গেছে সারা পৃথিবী। ঘরবন্দী এই সময়টাকে স্মৃতিময় করে রাখতে আমি আর বহ্নি মিলে এই গান লিখেছি - 'ঝড় থেমে যাক'। আমাদের মেয়ে বর্ণমালাও গলা মিলিয়েছে একটুখানি। br সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই প্রত্যাশা। br br ঝড় থেমে যাকbr কথা, সুর: চমক হাসান, ফিরোজা বহ্নিbr কণ্ঠ: চমক, বহ্নি, বর্ণমালাbr br এই ছন্দহীন বন্দী জীবন লাগছে না আর ভালোbr হঠাৎ করে পৃথিবীটা এমন থমকে গেলbr আর যে কবে সব ঠিক হবে কেউ জানে নাbr অস্থিরতা, বিষণ্নতায় মন মানে নাbr br আর ক’টা দিন আরও ক’টা দিনbr পাখি নীড়েই বন্দী থাকোbr পাখি আকাশে উড়ো নাকোbr আজ বাইরে ভীষণ ঝড় তাই- ঘরে বসেই ছবি আঁকোbr এই দুঃসময়েও বুকের ভেতর স্বপ্ন বাঁচিয়ে রাখোbr br একদিন এই ঝড় থেমে যাবে- ঝড় থেমে যাকbr নিস্তব্ধ পৃথিবী প্রাণ ফিরে পাবে- প্রাণ ফিরে পাকbr অশুভ এই কালো মেঘ সরে যাবে- মেঘ সরে যাকbr থমকে যাওয়া জীবন আবার ছন্দ-মুখর হবেbr


User: Ranking Worldometers Channel

Views: 9

Uploaded: 2020-07-18

Duration: 02:29

Your Page Title