আপর্ণা -র স্রোতে । অপুর সংসার । Acting practice clip

আপর্ণা -র স্রোতে । অপুর সংসার । Acting practice clip

"অপুর সংসার " প্রণাম বাঙালীর মনের মানুষ "সত্যজিৎ রায় " অমর সৃষ্টি আসলে তার দেয়া বাংলা চলচিত্রের অন্যতম এক চরিত্র অপর্ণা, আমাদের স্মৃতি পথে প্রায় ধূসর হয়ে উঠেছে !এক সময় দাদুর কাছে শুনেছিলাম আর অপর্ণার চরিত্র দেখার প্রেমে পরে গেছিলাম সত্যি বলছি ,আমরা এই সময় খুব খারাপ একটা সত্যের সামনে দাঁড়িয়ে তাই জীবনে ইচ্ছে ছিল এই অপর্ণার সাথে প্রেম করবো আর মানুষ প্রেমে পড়লেই সাহসী হয়ে ওঠে তাই এই দুঃসাহস দেখালাম নিজের একটা কাল্পনিক জীবন তুলে ধরেছি শুধু মাত্র অভিনয়কে ভালোবেসে কোনো ব্যাক্তি স্বার্থে আঘাত করতে চাইনি যদি ভুল মনে হয় ক্ষমা করবেন !প্রণাম শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শ্রদ্ধেয়া শর্মিলা ঠাকুর


User: VOKATTA

Views: 3

Uploaded: 2020-07-31

Duration: 04:41

Your Page Title