রাম মন্দিরের ভুমি পূজোর দিনই রাজ্যে লকডাউন,এদিন রাজ্যে অশান্তি সৃষ্টি হলে তার দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে, হুঁশিয়ারি রাজু বন্দ্যোপাধ্যায়ের।

By : Bankura24x7

Published On: 2020-08-04

99 Views

02:10

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : লকডাউনেও এবার রাজনীতির রঙ লাগলো। ৫ ই আগস্ট রাম মন্দিরের ভুমি পূজোর দিন রাজ্য সরকারের লকডাউন ঘোষণা প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে একহাত নিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। আজ জেলার বিষ্ণুপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের ধর্মীয় ভাবাবেগ নিয়ে খেলছেন। তাই এদিন রাজ্যে যদি কোন৷ অশান্তি আরাজকতার সৃষ্টি হয়,তাহলে তার দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকেই। এদিন,দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি, তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদানকারী প্রায় ৫০ টি পরিবারের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায়। এছাড়া বিষ্ণুপুর ছিন্নমস্তা মন্দিরে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের করোনা মুক্তির কামনায় পূজোও দেন তিনি।

Trending Videos - 3 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 3, 2024