Second Batch of 3 Rafale Jets Arrive in India: ভারতে এসে পৌঁছল দ্বিতীয় ব্যাচের ৩ রাফাল যুদ্ধবিমান

Second Batch of 3 Rafale Jets Arrive in India: ভারতে এসে পৌঁছল দ্বিতীয় ব্যাচের ৩ রাফাল যুদ্ধবিমান

ভারতে এসে পৌঁছল আরও ৩টি রাফাল যুদ্ধবিমান (Rafale jets)। ফ্রান্স (France) থেকে সরাসরি রাফালগুলি গুজরাতের জামনগর ঘাঁটিতে (Jamnagar airbase) পৌঁছবে। ফ্রান্সের থেকে মোট ৩৬টি রাফাল কিনেছে ভারত। তার মধ্যে ২৯ জুলাই প্রথম ব্যাচের ৫টি বিমান দেশে আসে। হরিয়ানার আম্বালা বায়ুসেনার ঘাঁটিতে সেগুলি রাখা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর সেগুলি বায়ুসেনায় যুক্ত হয়েছে। বায়ুসেনার এক আধিকারিক জানিয়েছেন, এই তিনটি বিমান ফ্রান্স থেকে আসার পথে কোনও স্টপওভার থাকবে না। মাঝপথে ফরাসি ও ভারতীয় রিফুয়েলারের মাধ্যমে জ্বালানি ভরবে। জামনগরে একদিন থেকে পরদিন তারা রওনা দেবে অম্বালার উদ্দেশে। br br #RafaleJetsArriveInIndia #JamnagarAirbase #LatestLYBangla br


User: LatestLY Bangla

Views: 2

Uploaded: 2020-11-05

Duration: 01:46