10 Deadliest Natural Disasters In 2020: পঙ্গপাল হানা, উত্তরাখণ্ডের দাবানল! বিভীষিকার ২০২০

10 Deadliest Natural Disasters In 2020: পঙ্গপাল হানা, উত্তরাখণ্ডের দাবানল! বিভীষিকার ২০২০

২০২০ সালটা প্রায় শেষের পথে! শুধুমাত্র করোনাভাইরাস নয়। আরও বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা এই সালটিকে ইতিহাসের পাতায় লিখে রাখবে। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হয় গোটা বিশ্ব। অস্ট্রেলিয়া থেকে উত্তরাখণ্ড। দাবানলের আগুনে প্রশ্নের মুখে পড়ে বন্যপ্রাণীদের জীবন। তাদের বেঁচে থাকার লড়াই দেখে কেঁদে ওঠে গোটা বিশ্ব। বাংলার বুকে বছরের মাঝামাঝি সময়ে আছড়ে পড়ে আম্ফান ঘূর্ণিঝড়। যার ক্ষত এখনও সেরে ওঠেনি পুরোপুরি। এছাড়াও ভূমিকম্প, অগ্নুৎপাতের মত প্রাকৃতিক বিপর্যয় তো রয়েছেই। সবমিলিয়ে ২০২০ সালটি ছিল আতঙ্কের বছর। বছরের শেষে এসে একটিই কামনা! আগামী বছরটি যেন হয় শান্তির! একটা সুস্থ পৃথিবী দেখার অপেক্ষায় দাঁড়িয়ে গোটা বিশ্ব। বিশ্বাস, এই অন্ধকার কাটিয়ে আলোর মুখ দেখবে এই বিশ্ব। ২০২১-র আগাম শুভেচ্ছা সকলকে। br 1


User: LatestLY Bangla

Views: 12

Uploaded: 2020-12-29

Duration: 02:34

Your Page Title