Gangasagar Mela 2021: চলছে কোভিড পরীক্ষা, কড়া করোনা-বিধি মেনে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে

By : LatestLY Bangla

Published On: 2021-01-13

7 Views

02:35

দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্ন্যাসীরা এসে হাজির হয়েছেন গঙ্গাসাগর মেলায়, তবে এদের মধ্যে কেউ কোভিডে আক্রান্ত নন। ১ জানুয়ারি থেকে দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন এবং কলকাতা পুরসভার আধিকারিকদের তত্ত্বাবধানে ১০ হাজার পুণ্যার্থীর করোনা পরীক্ষা হয়েছে। বঙ্গবাসী ময়দানে তৈরি হয়েছে দু\'টি অস্থায়ী শিবির, সেখানেই ভিন রাজ্য থেকে আগত সকলের করোনা পরীক্ষা হচ্ছে। ১২ জানুয়ারি পর্যন্ত একজনের রিপোর্টও পজিটিভ আসেনি বলে জেলা প্রশাসন সূত্রে খবর। \"কোভিড প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা পুণ্যার্থীদের দেহের তাপমাত্রা পরীক্ষা করছেন এবং তাঁদের শরীরে কোনও উপসর্গ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন। পুণ্যার্থীদের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে মাস্ক ও স্যানিটাইজার আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।\" জেলা প্রশাসকের বক্তব্য। পূণ্যার্থীরা যদি কেউ করোনা আক্রান্ত হন, তাদের চিকিৎসার জন্যও যথাযথ ব্যবস্থা করা হয়েছে। বঙ্গবাসী ময়দান ও মোহনবাগান ফুটবল ক্লাব সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে দু\'টি অস্থায়ী চিকিৎসা শিবির। সাধু-সন্ন্যাসী-সহ কোনও পূণ্যার্থীর শরীরে করোনা সংক্রমণ কারওর শরীরে লক্ষ্য করা গেলেই তাদের আইসোলেশনে রেখে অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে ।

Trending Videos - 6 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 6, 2024