Swami Vivekananda Jayanti 2021: স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে টুইটৈ শ্রদ্ধা মমতা ব্যানার্জির

Swami Vivekananda Jayanti 2021: স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে টুইটৈ শ্রদ্ধা মমতা ব্যানার্জির

আজ স্বামী বিবেকানন্দের ১৫৮-তম জন্মবার্ষিকী (Swami Vivekananda Jayanti 2020)। ১৯৮৪ সালে ভারত সরকার এই দিনটিকে ‘জাতীয় যুব দিবস’ বলে ঘোষণা করেন। সারা দেশে ‘জাতীয় যুব দিবস’ পালিত হয় তাঁর স্মরণে। যুবশক্তির অন্যতম আদর্শ তিনি। বাঙালি জাতি, হিন্দু ধর্মকে তিনিই প্রথম বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় তাঁর সেই বিখ্যাত বক্তৃতার কথা তো সকলেই জানেন। তিনি বুঝিয়েছিলেন, ঈশ্বর রয়েছেন মানুষের মধ্যেই। আর এই তত্ত্বটিকে ‘শিবজ্ঞানে জীবসেবা’ বলেই ব্যাখ্যা করেছিলেন তিনি। বিবেকানন্দের মতানুসারে, রামকৃষ্ণ দেবের কাছ থেকে পাওয়া তার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে \"জীব হচ্ছে শিব\"। এটি তার মন্ত্রে পরিণত হয়, এবং দরিদ্র নারায়ণ সেবা-র ধারণা উদ্ভাবন করেন - (দরিদ্র) মানুষের মধ্যে এবং মধ্য দিয়ে ঈশ্বরের সেবা। \"যদি সত্যিই সকল ইন্দ্রিয়গোচর বস্ত্তু বা বিষয়ের নিমিত্তে ব্রহ্মের একতা থাকে, তাহলে কিসের ভিত্তিতে আমরা অন্যদের থেকে আমাদের ভালো বা মন্দ বিবেচনা করব?\" - এ প্রশ্ন তিনি নিজেকে করতেন। br br  


User: LatestLY Bangla

Views: 1

Uploaded: 2021-01-13

Duration: 02:35

Your Page Title