Bird Flu Scare In Bengal: বার্ড ফ্লু আতঙ্কে রাজ্য, সংক্রমণ এড়াতে সঠিক তথ্য জানুন

Bird Flu Scare In Bengal: বার্ড ফ্লু আতঙ্কে রাজ্য, সংক্রমণ এড়াতে সঠিক তথ্য জানুন

বার্ড ফ্লুয়ের আতঙ্কে ভুগছে গোটা দেশ, এরমধ্যেই রাজ্যেও এবার আতঙ্ক ছড়াল, স্থান- পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। দুর্গাপুরের ১০ নম্বর ওয়ার্ডের আশিষ মার্কেট এলাকায় বেশ কিছু হাঁস, মুরগিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তা দেখেই বার্ড ফ্লুয়ের আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে, স্থানীয় প্রশাসনের তরফে মৃত হাঁস-মুরগির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। রাজস্থান, গুজরাত, দিল্লি, কর্ণাটক, মধ্যপ্রদেশ-সহ ৯ রাজ্যে বার্ড ফ্লু ছড়িয়েছে; হাজার-হাজার মুরগি, ময়ূর, কাক-সহ পাখির মৃত্যুর ঘটনা নজরে এসেছে। দুর্গাপুরের আগে আলিপুরদুয়ারেও এই দৃশ্য নজরে এসেছে, বুনো পায়রার মৃতদেহ ঘিরে উত্তেজনা বেড়েছিল এই এলাকায়।অতিরিক্ত তাপে ধ্বংস হয়ে যায় H5N8 ভাইরাস, যা বার্ড ফ্লুয়ের জন্য দায়ী। রান্না করা পোলট্রির খাবার থেকে সাধারণত এই ভাইরাস মানুষের শরীরে সংক্রমিত হয় না, টুইটে আশ্বস্ত করলেন পশুপালন এবং মৎস্য সম্পদ উন্নয়ন মন্ত্রী। বার্ড ফ্লুয়ের সংক্রমণ রুখতে বেশ কিছু রাজ্যে পোলট্রি ফার্ম বন্ধ করে দেওয়া হয়েছে। পোলট্রির মুরগিদের থেকে অন্যান্য পাখিদের দূরে রাখা হচ্ছে। মাস্ক, গ্লাভস ও ডিসইনফেকট্যান্ট ছাড়া প্রত্যক্ষ সংস্পর্শ এড়িয়ে চলার নির্দেশ।


User: LatestLY Bangla

Views: 1

Uploaded: 2021-01-13

Duration: 02:08

Your Page Title