Bhavya Lal Appointed Acting Chief Of Staff Of Nasa: নাসার শীর্ষপদে ভারতীয় বংশোদ্ভূত ভাব্যা লাল

Bhavya Lal Appointed Acting Chief Of Staff Of Nasa: নাসার শীর্ষপদে ভারতীয় বংশোদ্ভূত ভাব্যা লাল

এবার নাসার ভারপ্রাপ্ত চিফ অফ স্টাফ হলেন ভারতীয় বংশোদ্ভূত ভাব্যা লাল (Bhavya Lal)। আমেরিকার মহাকাশ প্রযুক্তি এবং পলিসি সংক্রান্ত কমিটির সদস্য ভাব্যা লাল প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর জো বিডেনের হাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া দলেরও ছিলেন। সে দেশের বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য তিনি। ন্যাশনাল ওসিয়েনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক প্রশাসনের উপদেষ্টা কমিটির দায়িত্ব দু’বার সামলেছেন ভাব্যা লাল। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্নাতকোত্তর করে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে‌ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। একই সঙ্গে কেমব্রিজ থেকে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং স্নাতকোত্তর করেছেন ভাব্যা। হোয়াইট হাউসের সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি এবং ন্যাশনাল স্পেস কাউন্সিলে মহাকাশ প্রযুক্তির বিষয়ে নেতৃত্ব দেওয়ারও অভিজ্ঞতা রয়েছে তাঁর। সঙ্গে প্রতিরক্ষা সংস্থার সঙ্গেও কাজ করেছেন।


User: LatestLY Bangla

Views: 2

Uploaded: 2021-02-02

Duration: 02:02

Your Page Title