Tollywood Celebrate Saraswati Puja 2021: শুভশ্রী থেকে অপরাজিতা আঢ্য, সরস্বতী পুজো কীভাবে কাটালেন সেলেবরা

Tollywood Celebrate Saraswati Puja 2021: শুভশ্রী থেকে অপরাজিতা আঢ্য, সরস্বতী পুজো কীভাবে কাটালেন সেলেবরা

শুভ সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনায় আপামর মানুষ। সরস্বতী পুজোর আনন্দে মেতে উঠেছেন সেলেবরাও। সরস্বতী পুজোর আনন্দে সামিল সায়নী ঘোষ। প্রিয়াঙ্কা সরকার এবং রাজ চক্রবর্তীর সঙ্গে ফটোসেশনে সায়নী। সরস্বতী পুজোর সকালে এসভিএফের অফিসে প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কার সঙ্গে ক্যামেরাবন্দি হলেন আবির চ্যাটার্জি। সোশ্যাল মিডিয়ায় সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানালেন এনা সাহা। সরস্বতী পুজোর শুভেচ্ছা জানালেন অঙ্কুশ হাজরা। টেলিভিশনের \'রানিমা\' দিতিপ্রিয়া দেবী সরস্বতী ঠাকুরের ছবির ভিডিও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সরস্বতী পুজোর সকালে ইমনের পরনে হলুদ রঙা শাড়ি আর নীল পাঞ্জাবিতে নীলাঞ্জন, ছবি পোস্ট ইমনের। হলুদ রঙের শাড়িতে চেনাপরিচিত লুকে অপরাজিতা আঢ্য। প্রযোজনা সংস্থার অফিসে পুজোর মাতলেন সৌরভ-অনন্দিতা। নিজের বাড়িতে পুজোয় ব্যস্ত শুভশ্রী।


User: LatestLY Bangla

Views: 4

Uploaded: 2021-02-16

Duration: 02:29

Your Page Title