Mamata Banerjee | Jakir Hossain Attacked: \'জাকিরের উপর হামলা, ৩টি সংস্থাকে দিয়ে তদন্ত করাচ্ছি\'

Mamata Banerjee | Jakir Hossain Attacked: \'জাকিরের উপর হামলা, ৩টি সংস্থাকে দিয়ে তদন্ত করাচ্ছি\'

নিমতিতা স্টেশনে বোমা হামলার মুখে পড়ে গুরুতর আহত হয়েছেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন (Jakir Hossain)। তিনি কলকাতার ট্রেন ধরতেই স্টেশনে এসেছিলেন। এই মুহূর্তে এসএসকেএম-এর ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন মন্ত্রী জাকির হোসেন। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। ইতিমধ্যেই হামলার ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। বৃহস্পতিবার সকালে সিআইডি-র একটি দল নিমতিতা স্টেশনে পৌঁছেছে। আধিকারিকরা ঘটনাস্থল খতিয়ে দেখেন। রেললাইনে নেমেও চলে তাঁরা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। ঘটনাস্থলে চারদিকে ছড়িয়ে রয়েছে বোমার টুকরো। বিস্ফোরণ কীভাবে ঘটল তা বোঝার চেষ্টা চালাচ্ছেন। এনিয়ে জঙ্গিপুর থানার পুলিশের সঙ্গে সিআইডি কর্তাদের আলোচনাও হয়েছে একপ্রস্থ। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে।


User: LatestLY Bangla

Views: 3

Uploaded: 2021-02-18

Duration: 04:12

Your Page Title