Bomb Scare Near Mukesh Ambani\'s Residence: আম্বানির বাড়ির সামনে বোমাতঙ্ক, উদ্ধার বিস্ফোরক বোঝাই গাড়ি

Bomb Scare Near Mukesh Ambani\'s Residence: আম্বানির বাড়ির সামনে বোমাতঙ্ক, উদ্ধার বিস্ফোরক বোঝাই গাড়ি

মুম্বইয়ে মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে উদ্ধার বিস্ফোরক বোঝাই গাড়ি। গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে জিলেটিন, আম্বানির বাড়ির চত্বরে নিরাপত্তা জোরাল করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বিকেলে একটি স্করপিও গাড়ি এসে আম্বানির বাড়ির প্রবেশদ্বারের বিপরীতে কারমাইকেল রোডে এসে দাঁড়ায়। বিষয়টি নজরে আসতেই পুলিশকে খবর দেন নিরাপত্তারক্ষীরা, খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডেও। মুকেশ আম্বানির বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ওই গাড়িটিকে তল্লাশি শুরু করে বম্ব স্কোয়াড। পুরো এলাকাটি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়, ঘটনাস্থলে আসে ডগ স্কোয়াডও। মহারাষ্ট্র পুলিশেক এটিএসও ঘটনাস্থল পরিদর্শনে আসে। আম্বানির বাড়ির সামনের পরিত্যক্ত গাড়িটি থেকে ২০টি জিলেটিন স্টিক পাওয়া গেছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। গাড়ির মধ্যে থাকা নম্বর প্লেটের সঙ্গে মুকেশ আম্বানির নিরাপত্তার কাজে ব্যবহৃত গাড়ির নম্বর প্লেটের মিল রয়েছে।


User: LatestLY Bangla

Views: 5

Uploaded: 2021-02-26

Duration: 02:21

Your Page Title