PM Narendra Modi Gets His Covid-19 Vaccine: এইমস-এ কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিলেন নরেন্দ্র মোদি

PM Narendra Modi Gets His Covid-19 Vaccine: এইমস-এ কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিলেন নরেন্দ্র মোদি

মাস পয়লার প্রথমেই সুখবর। সোমবার সাত সকালের দিল্লি এইমসে কোভিড প্রতিষেধক কোভ্যাক্সিন নিলেন প্রধানমন্ত্রী (PM Modi Takes COVID-19 Vaccine) । আজ নরেন্দ্র মোদিকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হল। বিশ্বজুড়ে মহামারী করোনাকে রুখতে যে লড়াই চলছে তাতে শামিল হয়ে দেশের যে চিকিৎসক ও বিজ্ঞানীরা টিকা আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেছেন তাঁদের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টিকা নেওয়ার পরেই নিজে টুইটে সে খবর দেশবাসীকে জানান তিনি। লেখেন, “দিল্লির এইমসে করোনাভাইরাস প্রতিষেধকের প্রথম ডোজ নিলাম। বিশ্বজুড়ে কোভিড তাড়াতে যে লড়াই চলছে তাতে আমাদের চিকিৎসক ও বিজ্ঞানীরা যে অবদান রেখেছেন তা উল্লেখযোগ্য। যাঁরা টিকা নিতে পারবেন, তাঁদের প্রতিষেধক নেওয়ার আবেদন জানাচ্ছি। চলুন এক সঙ্গে কোভিড মুক্ত ভারত গড়ি।”


User: LatestLY Bangla

Views: 5

Uploaded: 2021-03-01

Duration: 01:49

Your Page Title