Nusrat Jahan COVID-19 Positive! করোনা আক্রান্ত নুসরত? নির্বাচনের আগে তৃণমূলে চিন্তার ভাঁজ

Nusrat Jahan COVID-19 Positive! করোনা আক্রান্ত নুসরত? নির্বাচনের আগে তৃণমূলে চিন্তার ভাঁজ

করোনা আক্রান্ত তৃণমূলের অভিনেত্রী সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। রবিবার রাত ১১টা থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবরটি হু হু করে ছড়িয়ে পড়ছে। এদিকে যতই নেটদুনিয়ায় নুসরতের কোভিড আক্রান্তের খবরে আলোড়ন পড়ুক না কেন বাস্তবে তিনি করোনার কবলে পড়েননি। সংবাদ মাধ্যম আনন্দবাজার ডিজিটালের রিপোর্ট অনুযায়ী অভিনেত্রী নিজে জানিয়েছেন সেকথা। বলেছেন, “কোভিডে আক্রান্ত হলে আমি নিজেই সকলকে জানাব। চিকিৎসক আমায় বললে তবেই কোভিডের পরীক্ষা করাব।” এই প্রসঙ্গে অভিনেত্রীর আপ্তসহায়ক জানান, জ্বর হয়েছেন নুসরত জাহানের। তবে তা ভাইরাল ফিভার। চিকিৎসক দেখে গিয়েছেন। তাঁর নির্দেশ মতো ওষুধ খাওয়ানো চলছে। তবে চিকিৎসক এখনও পর্যন্ত নুসরতকে কোভিড টেস্ট করাতে বলেননি। এমনিতেই গত কয়েক মাস ধরে খবরের শিরোনামে রয়েছেন নুসরত জাহান। কখনও স্বামী নিখিল জৈনকে নিয়ে কখনও বা বন্ধু সহকর্মী অভিনেতা যশ দাশগুপ্তকে নিয়ে।


User: LatestLY Bangla

Views: 1

Uploaded: 2021-03-01

Duration: 01:42

Your Page Title