Election Commission Rules Mamata Banerjee Injury: নন্দীগ্রামের ঘটনা নিছক একটি দুর্ঘটনা, জানাল নির্বাচন কমিশন

Election Commission Rules Mamata Banerjee Injury: নন্দীগ্রামের ঘটনা নিছক একটি দুর্ঘটনা, জানাল নির্বাচন কমিশন

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা  ব্যানার্জির (Mamata Banerjee) আহত হওয়ার ঘটনায় কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন (Election Commission )। সাসপেন্ড হলেন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায় (Vivek Sahay)। এছাড়াও পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে বদলি করেছে নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipore) জেলাশাসক ছিলেন বিভু গোয়েল। পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক হচ্ছেন স্মিতা পাণ্ডে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশকে সাসপেন্ড করেছে কমিশন। তাঁর জায়গায় আসছেন সুনীল কুমার যাদব। প্রবীণ প্রকাশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সুরক্ষার ব্যবস্থা ঠিকমতো না করার অভিযোগে চার্জ আনারও নির্দেশ দিয়েছে কমিশন। বিবেক সহায়কে শুধুমাত্র নিরাপত্তা অধিকর্তার পদ থেকে অপসারণ করা হয় এবং জেড+ সুরক্ষা পাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষার প্রাথমিক দায়িত্ব রক্ষায় পুরোপুরি ব্যর্থ হওয়ার জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করারও নির্দেশ দিয়েছে কমিশন। এছাড়াও ওই দিন নিরাপত্তার দায়িত্বে থাকা নিচুস্তরের যে যে অফিসার ছিলেন তাঁদের কোনও গাফিলতি ছিল কি না তাও তদন্ত করে দেখতে বলা হয়েছে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি নীরজনয়ন পাণ্ডেকে। যদি গাফিলতি পাওয়া যায় তবে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা ১৭ মার্চ বুধবার বিকেল ৫টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।


User: LatestLY Bangla

Views: 2

Uploaded: 2021-03-15

Duration: 03:15

Your Page Title