লাইন ছেড়ে প্লাটফর্মে উঠে পড়লো ট্রেন | jagonews24.com

লাইন ছেড়ে প্লাটফর্মে উঠে পড়লো ট্রেন | jagonews24.com

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেন প্লাটফর্মের উপর উঠে গেছে। রোববার বেলা ১১টা ৫ মিনিটে ঘটনাটি ঘটে।br br নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী লোকাল ট্রেন (২১৭ নম্বর) বেলা ১১টা ৫ মিনিটে কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছায়। সেখানে গতি কমার বদলে ট্রেনটির গতি হঠাৎ উল্টো বেড়ে যায়। এতে প্লাটফর্মের উপরে উঠে যায় ট্রেনের ইঞ্জিন।br br প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে প্লাটফর্মের উপরে উঠে গেলে আতঙ্কে মানুষ ছোটাছুটি শুরু করেন।br br রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গিয়েছে।br br বিস্তারিত পড়তে - br video link -


User: JagoNews24

Views: 1

Uploaded: 2021-06-15

Duration: 00:56

Your Page Title