‘আইজ ট্যাকা দিলে কি গার্ডরা ভেতরে ঢুকতে দিবো না’-Jagonews24.com

By : JagoNews24

Published On: 2021-06-15

0 Views

00:54

আচ্ছা সোহরাওয়ার্দী উদ্যানের গেটটা কোন দিকে বলতে পারেন। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে এক রিকশাচালককে দুপুর ২টায় এ কথা জিজ্ঞাসা করছিলেন এক ভ্যানচালক। জবাবে রিকশাচালক কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেন, ওই মিয়া টিএসসি চিনো, এহান থাইক্যা সোজা গিয়া হাতের ডানদিকে সোজা গিয়া আবার ডান পাশেই বড় গেট।

ভ্যানচালকের নাম মো. ইলিয়াস। বাসা যাত্রাবাড়ি। সোহরাওয়ার্দী উদ্যানে বিক্রির জন্য ভ্যানে করে পানি, জুস, চিপস ও কয়েক প্রকারের এনার্জি ড্রিঙ্ক এনেছেন। রাস্তায় যানজটে পড়ে দেরি হওয়ায় দ্রুত উদ্যানের দিকে ছুটে যাচ্ছিলেন।

Trending Videos - 7 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 7, 2024