কুয়েতে সংবাদকর্মীর ওপর অতর্কিত হামলা || Jagonews24.com

কুয়েতে সংবাদকর্মীর ওপর অতর্কিত হামলা || Jagonews24.com

কুয়েতে পেশাগত দায়িত্ব পালনের সময় এহসানুল হক নামে এক সংবাদকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। হামলা থেকে রক্ষা করতে গেলে সহকর্মীদেরও লাঞ্ছিত করা হয়। এ সন্ত্রাসী হামলা চালিয়েছেন রফিকুল ইসলাম ভুলু নামে এক প্রবাসী বাংলাদেশি।br br জানা গেছে, ২ মার্চ রাত সাড়ে ৮টায় বাংলাদেশ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুয়েতের সহ-সভাপতি সাংবাদিক শেখ এহসানুল হক খোকনসহ অন্য সাংবাদিকরা প্রবাসী সাহিত্য পরিষদ কুয়েতের সংবাদ সম্মেলন কাভারেজ-এর জন্য কুয়েত সিটিস্থ গুলশান হোটেলে গেলে আকস্মিকভাবে রফিকুল ইসলাম ভুলুসহ বেশ কয়েকজন সন্ত্রাসী সাংবাদিক এহসানুল হক খোকনের ওপর হামলা চালায়।br br জানা গেছে, রফিকুল ইসলাম ভুলু দীর্ঘদিন ধরে কুয়েতে আদম দালালিসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। এছাড়া প্রবাসীদের কাছ থেকে চাঁদা তুলে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে আসছিলেন। এসব ঘটনায় সাংবাদিক শেখ এহসানুল হক খোকন বিভিন্ন সময় লেখালেখিসহ প্রতিবাদ করেছে।br br ঘটনার রাতেই বাংলাদেশ দূতাবাস কুয়েতের শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খানকে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়। এছাড়া রোববার স্থানীয় সময় বিকেল ২টায় কুয়েত প্রবাসী সংবাদকর্মীরা লিখিতভাবে অভিযোগ দেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এস এম আবুল কালামকে।


User: JagoNews24

Views: 0

Uploaded: 2021-06-15

Duration: 00:40

Your Page Title