পোস্টার লাগানোর সময় বাধা দেওয়ার অভিযোগ সাকির || jagonews24.com

পোস্টার লাগানোর সময় বাধা দেওয়ার অভিযোগ সাকির || jagonews24.com

পোস্টার লাগানোর সময় কর্মীদের ওপর হামলার অভিযোগ করেছেন ঢাকা-১২ আসনে বাম গণতান্ত্রিক জোট সমর্থিত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, গতকাল (সোমবার) রাতে আমাদের কর্মীরা পোস্টার এবং ফেস্টুন লাগাতে গেলে কারওয়ান বাজার ও মগবাজার এলাকায় তাদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এক কর্মীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।br br কোদাল মার্কা প্রতীক বরাদ্দ পাওয়ার পর মঙ্গলবার আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন ঢাকা ১২ আসনে বাম গণতান্ত্রিক জোট সমর্থিত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। প্রচারণায় নেমে তিনি এ অভিযোগ করেন।


User: JagoNews24

Views: 2

Uploaded: 2021-06-15

Duration: 01:12

Your Page Title