সব পুড়ে অঙ্গার, অক্ষত ছয়তলা মসজিদ || jagonews24.com

সব পুড়ে অঙ্গার, অক্ষত ছয়তলা মসজিদ || jagonews24.com

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের মূল গেটের সামনে থেকেই আগুনের সূত্রপাত হয়। মসজিদের আশপাশের সব বাড়ি, দোকান ও অন্যান্য স্থাপনা পুড়ে অঙ্গার। অথচ শুধু ব্যতিক্রম চুড়িহাট্টা জামে মসজিদ। অক্ষত অবস্থায় মসজিদটি দাঁড়িয়ে আছে।br br এলাকাবাসীর ভাষ্য, শাহী মসজিদের নিচ থেকেই আগুনের সূত্রপাত হয় একটি পিকআপ ভ্যানে থাকা সিলিন্ডার গ্যাস থেকে। যা পরে বিস্ফোরণ হয়ে বিদ্যুতের ট্রান্সফরমারে লাগে। সেখান থেকে দোকানে থাকা কেমিক্যালে লেগে যায় আগুন। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পুরো চকবাজারে। কিন্তু আশ্চর্যজনক মসজিদের তেমন কোনো সমস্যা হয়নি।br br #Chawkbazarfirebr br বিস্তারিত-


User: JagoNews24

Views: 1

Uploaded: 2021-06-15

Duration: 02:12

Your Page Title