তেজগাঁওয়ে হিমাগারে মেয়াদোত্তীর্ণ হাজার মণ মাংস-মাছ - jagonews24.com

তেজগাঁওয়ে হিমাগারে মেয়াদোত্তীর্ণ হাজার মণ মাংস-মাছ - jagonews24.com

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল পুরাতন এফডিসি রোডের একটি হিমাগারে অভিযান চালাচ্ছে র‌্যাব। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ওই হিমাগারটিতে অভিযান শুরু হয়। br br সেভ অ্যান্ড ফ্রেস ফুড লিমিটেড নামে ওই হিমাগারে আমদানিকৃত বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ মাছ ও মাংসের কিমা মজুত রাখার সত্যতা পায় র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। ওই হিমাগারে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।br br অভিযানে উপস্থিত আছেন র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী, প্রাণী সম্পদ অধিদফতরের ডা. মো. এমদাদুল হক তালুকদার, ডা. ফজলে রাব্বি মণ্ডল, ডা. রিগ্যান মোল্লা, ফারহানা রিসা, ঢাকা জেলা মৎস্য অফিসার সৈয়দ মো. আলমগীরসহ একাধিক কর্মকর্তা।br br সারওয়ার আলম বলেন, অভিযান চলছে। অভিযানকালে দেখা যাচ্ছে, আমদানিকৃত আনুমানিক হাজার মণ মেয়াদোর্ত্তীণ মাছ ও মাংস এখানে মজুত করে রাখা হয়েছে। সুন্দরভাবে প্যাকেটিং করা হলেও মাছ ও মাংসগুলো মেয়াদ শেষ হয়েছে গত বছরই। আর এসব ভেজাল মাছ-মাংস সরবরাহ করা হতো বিভিন্ন সুপারসপ ও নামিদামি হোটেল-রেস্তোরাঁয়।br br ‘মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি ও মজুত করা দণ্ডনীয় অপরাধ। এই হিমাগারের কর্তৃপক্ষ ও মালামালের মালিকপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ br br প্রাণী সম্পদ অধিদফতরের ডা. মো.


User: JagoNews24

Views: 1

Uploaded: 2021-06-15

Duration: 01:19

Your Page Title