আমার ভাই মাস্টার্সে, আমরা কেন রাজপথে || jagonews24.com

By : JagoNews24

Published On: 2021-06-15

0 Views

04:00

‘আমার ভাই মাস্টার্সে, আমরা কেন রাজপথে, আমার ভাই পাস, আমরা কেন ফেল? হৈ হৈ রৈ রৈ ভিসি স্যার গেল কই?’ মিরপুর রোডে নীলক্ষেত মোড়ে প্রখর রোদের মাঝে দাঁড়িয়ে সমস্বরে স্লোগান দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্য়ন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা যাবত সড়ক অবরোধ করে স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করলেও শিক্ষার্থীদের ডাকে এখনও সাড়া মেলেনি।

অবরোধকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘ভিসি ও প্রক্টর স্যার এসে তাদের সমস্যার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না দিলে তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করবেন না। তাদের আন্দোলনে ইতিবাচক সাড়া না পেলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।’

বিস্তারিত পড়ুন - https://bit.ly/2VmBopT

Trending Videos - 3 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 3, 2024