যে কারণে শপথ নেননি ফখরুল || jagonews24.com

যে কারণে শপথ নেননি ফখরুল || jagonews24.com

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তেই দলের চারজন এমপি হিসেবে আজ (সোমবার) শপথগ্রহণ করেছেন।br br সোমবার রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন। এ সময় তাকেও ফুরফুরে মেজাজে দেখা যায়।br br সংসদ সদস্য হিসেবে তিনি শপথ নেবেন কি না এবং জাহিদুর রহমান জাহিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে কি না -এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সময় হলেই আপনারা সব জানতে পারবেন।


User: JagoNews24

Views: 2

Uploaded: 2021-06-15

Duration: 02:27

Your Page Title