মিশনে পৌঁছার পরদিনই প্রাণ গেল দেশের প্রথম নারী এসপির || jagonews24.com

মিশনে পৌঁছার পরদিনই প্রাণ গেল দেশের প্রথম নারী এসপির || jagonews24.com

রৌশন আরা বেগম। দেশের পুলিশে প্রথম নারী এসপি ছিলেন তিনি। অতিরিক্ত আইজিপি হিসেবে দেশে তিনি দ্বিতীয় নারী ছিলেন। তার প্রত্যাশা ছিল দেশে পুলিশের শীর্ষ পদে একদিন কোনো নারী আসীন হবেন। তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ ইউনিট সদস্যদের মেডেল প্যারেডে অংশ নিতে গিয়েছিলেন। এই দৃপ্ত জীবনের অধিকারী এ নারী পুলিশ এখন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।br br শান্তিরাক্ষা মিশনে পৌঁছার পরদিনই তাকে প্রাণ দিতে হলো। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছে। তাকে হারিয়ে শোকের ছায়া বইছে বাংলাদেশ পুলিশ বাহিনীতে।br br বিস্তারিত পড়তে ক্লিক করুন-


User: JagoNews24

Views: 1

Uploaded: 2021-06-15

Duration: 01:38

Your Page Title