জিপিএ ৫ প্রাপ্তিতে রাজশাহী বোর্ডে এবারও সেরা বগুড়া || jagonews24.com

জিপিএ ৫ প্রাপ্তিতে রাজশাহী বোর্ডে এবারও সেরা বগুড়া || jagonews24.com

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তিতে বগুড়া এবারও রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম স্থান দখল করেছে। গত বছরের তুলনায় জেলায় পাসের হারও বেড়েছে। তবে বরাবরের মত ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার বেশি। অন্যদিকে পরীক্ষার্থীর সংখ্যা অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তিতে জেলায় শীর্ষস্থান দখল করেছে বগুড়া জিলা স্কুল। আর সবচেয়ে পেছনে পড়েছে বিয়াম মডেল স্কুল ও কলেজ।br br ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় বগুড়ার ৪৬৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৩৫ হাজার ১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৮ হাজার ৫৬৯ জন ছেলে এবং ১৬ হাজার ৪৫০ জন মেয়ে পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের মধ্যে ৯২ দশমিক ১৪ শতাংশ উত্তীর্ণ হয়- যা রাজশাহী বোর্ডে তৃতীয় সর্বোচ্চ। গত বছর জেলার ৮৬ দশমিক ৪১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল।br br বিস্তারিত পড়ুন -


User: JagoNews24

Views: 0

Uploaded: 2021-06-15

Duration: 01:11

Your Page Title