কথায় চলা টিভি দিচ্ছে ভিশন | jagonews24.com

কথায় চলা টিভি দিচ্ছে ভিশন | jagonews24.com

রিমোটের বোতাম চাপতে হবে না, এখন শুধু মুখে বললেই টিভি পর্দায় ভেসে উঠবে দর্শকের কাঙিক্ষত দৃশ্য- এমন প্রযুক্তির টিভি নিয়ে এসেছে ভিশন ইলেক্ট্রনিক্স। এই টিভির রিমোট কন্ট্রোলে বাটন না চেপে ভয়েসের মাধ্যমে করা যাবে বিভিন্ন চ্যানেলের বদল, টাইপ না করে যাওয়া যাবে গুগলের মাধ্যমে বিভিন্ন সাইটে।br br রোববার (২৫ আগস্ট) রাজধানীর বাড্ডায় প্রিমিয়ার প্লাজায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই অত্যাধুনিক টিভির উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।br br আর এন পাল বলেন, ‘পণ্যের গুণগতমানের কারণে আমাদের দেশীয় ব্র্যান্ড ভিশন ক্রেতাদের কাছে ব্যাপক সাড়া পেয়েছে। সর্বাধুনিক প্রযুক্তির ভিশন ভয়েস কন্ট্রোল টিভি ক্রেতাদের কাছে জনপ্রিয়তা পাবে বলে আশা করছি।’br br বিস্তারিত পড়তে -


User: JagoNews24

Views: 0

Uploaded: 2021-06-15

Duration: 02:54

Your Page Title