এটা আমার অফিস, আমি যা ইচ্ছা তাই করব | jagonews24.com

এটা আমার অফিস, আমি যা ইচ্ছা তাই করব | jagonews24.com

সাংবাদিক দেখলেই ক্ষেপে যান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকার। মুখে যা আসে তাই বলেন। নামে-বেনামে সরকারি সম্পদ লুট করার খবর বারবার প্রকাশ করায় অফিসে সাংবাদিক গেলেই চড়াও হন তিনি। উগ্রভাবে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। জোর গলায় বলেন, এটা আমার অফিস, আমি যা ইচ্ছা তাই করব।br br বিভিন্ন সময়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। এরমধ্যে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া ঘুষ গ্রহণের অভিযোগে আরও একটি মামলাসহ থানায় জিডি আছে একাধিক। টিআর-কাবিখায় গৃহ নির্মাণসহ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের হিসেব নেই পিআইও নুরুন্নবীর বিরুদ্ধে। এসব অভিযোগের তদন্তে বেশ কিছু প্রমাণও মেলে। কিন্তু তারপরও থেমে নেই এই সরকারি কর্মকর্তার নানা অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের ঘটনা...


User: JagoNews24

Views: 2

Uploaded: 2021-06-15

Duration: 02:18

Your Page Title