বাবার মোটরসাইকেলে চড়ে আদালতে মিন্নি | Jagonews24.com

বাবার মোটরসাইকেলে চড়ে আদালতে মিন্নি | Jagonews24.com

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় জামিনে মুক্ত হওয়ার পর বুধবার আদালতে হাজির হয়েছেন রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। এ মামলার অভিযোগপত্রে শুনানির দিন ধার্য থাকায় বুধবার সকাল ৯টার আগেই বাবা মোজাম্মেল হোসেন কিশোরের সঙ্গে মোটরসাইকেলে চড়ে আদালতে আসেন মিন্নি। এরপর আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত বাবার সঙ্গেই আদালতের একটি কক্ষে অবস্থান করেন তিনি।br br br নিউজটি পড়তে ক্লিক করুন-


User: JagoNews24

Views: 0

Uploaded: 2021-06-15

Duration: 01:54