দু’বারের উপজেলা চেয়ারম্যান এখন উবার চালক | jagonews24.com

দু’বারের উপজেলা চেয়ারম্যান এখন উবার চালক | jagonews24.com

দুই মেয়াদে টানা ১০ বছর দায়িত্ব পালনকারী কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু এখন ‘উবার’ চালক।।br br জানা যায়, তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। টানা ১০ বছর পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। রাজুর বাবা মরহুম মাহামুদুল করিম চৌধুরীও ছিলেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান। রাজু পেকুয়া উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত প্রতিষ্ঠাতা উপজেলা চেয়ারম্যান। সম্প্রতি চট্টগ্রামে অ্যাপস ভিত্তিক পাঠাও, উবার, ওভাই ও সহজে মোটরসাইকেল রাইড শেয়ার করে চলছেন চট্টগ্রাম সিটির অলিগলিতে। পরিচিতজনেরা দেখে যেমন বিস্মিত হচ্ছেন আবার কেউ কেউ স্বাগত জানাচ্ছেন। এ বিষয় নিয়ে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন- যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।br br বিস্তারিত পড়তে -


User: JagoNews24

Views: 1

Uploaded: 2021-06-15

Duration: 01:21

Your Page Title