'সাকিবের সার্ভিস এক বছর পাবো না, এটা দুঃখজনক' | Jagonews24.com

'সাকিবের সার্ভিস এক বছর পাবো না, এটা দুঃখজনক' | Jagonews24.com

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আইসিসির আইনটি সাকিবের ভালোভাবে জানা ছিল। তারপরও কেন ও এমন করল। সরল ভেবে সাকিব কাজটি করেছে। সাকিবের সার্ভিস এক বছর পাব না, এটা দুঃখজনক।’br br বুধবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত ১৯তম অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।br br অর্থমন্ত্রী বলেন, ‘তারপরও আমি মনে করি সাকিব ভালো কাজটি করেছে। সে তার সততার পরিচয় দিয়েছে। সে সত্যি বলেছে। সে আরও একটি কাজ করতে পারতো, সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বা প্রধানমন্ত্রীকে বিষয়টি বলতে পারতো। যদিও আইসিসিকে এ বিষয়ে অনুরোধ করলে কতটা লাভ হতো জানি না।’br br বিস্তারিত পড়তে ক্লিক করুন -


User: JagoNews24

Views: 0

Uploaded: 2021-06-15

Duration: 02:17

Your Page Title