যেসব ওসি নিজেদের জমিদার ভাবেন, এ রায় তাদের জন্য ‘অশনি সংকেত’ | Jagonews24.com

যেসব ওসি নিজেদের জমিদার ভাবেন, এ রায় তাদের জন্য ‘অশনি সংকেত’ | Jagonews24.com

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে সোনাগাজী মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের আট বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। কারাদণ্ডের পাশাপাশি ১৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত।br br রায়ে সন্তুষ্ট প্রকাশ করে মামলার বাদী ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেন, “রায়ে আমরা ন্যায়বিচার পেয়েছি। এই রায় বাংলাদেশের সকল থানার ওসিদের জন্য একটা ‘অশনি সংকেত’। বিভিন্ন থানায় বসে যে সকল ওসিরা নিজেদের জমিদার মনে করেন, তাদের জন্য এ রায় ‘অশনি সংকেত’ হয়ে থাকবে। কেউ অপরাধ করলে তাকে বিচারের আওতায় আসতে হবে।”br br বিস্তারিত পড়তে ক্লিক করুন -


User: JagoNews24

Views: 1

Uploaded: 2021-06-15

Duration: 03:07

Your Page Title