‘মহড়া’র জন্য সচিবালয়ে ঢুকতে পারলো না ফায়ার সার্ভিসের গাড়িই | Jagonews24.conm

‘মহড়া’র জন্য সচিবালয়ে ঢুকতে পারলো না ফায়ার সার্ভিসের গাড়িই | Jagonews24.conm

দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের চার নম্বর ভবনে অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ক সচেতনতামূলক মহড়া চালিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে সচিবালয়ের প্রবেশদ্বারে সমস্যা থাকায় মহড়ার জন্য আনা অধিকাংশ গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে পারেনি। ফলে প্রশ্ন উঠেছে সচিবালয়ে কোনো অগ্নিদুর্ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণে উপায় কি?br br মহড়ার ইন্সিডেন্ট কমান্ডার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকার সহকারি পরিচালক শালেহ উদ্দীন বলেন, সচিবালয়ে পিক আওয়ারে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তা মোকাবেল করা অত্যন্ত কঠিন কাজ হবে।br br বিস্তারিত পড়তে ক্লিক করুন -


User: JagoNews24

Views: 1

Uploaded: 2021-06-15

Duration: 01:44