Din jay din ase

Din jay din ase

Lyric --Kazi Kamal Nasserbr Tune --Kazi Kamal Nasserbr Music arragement -- Kazi Kamal Nasserbr Artist --Kazi Kamal Nasserbr Original song link -- গানঃ দিন যায় দিন আসেbr কথা ও সুরঃ কাজী কামাল নাসেরbr শিল্পীঃ কাজী কামাল নাসেরbr যন্ত্রায়োজনঃ কাজী কামাল নাসেরbr br দিন যায় দিন আসেbr রোজকার ভিড় বাসেbr আর কতো একইভাবে ঝুলবো?br br এই সবে টালা পার্কbr আজও খাবো লেট মার্কbr কী করে সে অপমান ভুলবো?br br ভোরবেলা হাঁটাহাঁটিbr না করলে হবে মাটিbr ডাক্তারদের মন্ত্রণাbr br একটু হেঁটেই কাবুbr খেতে হবে দুধ-সাবুbr দু হাঁটুতে কী যে যন্ত্রণা!br br ছেলের স্কুলের তাড়াbr বৌ ঘুমে, নেই সাড়াbr নিজ হাতে কমপ্ল্যান গুলবোbr br এরপরও ঈশ্বরbr ভাবো এই খেলাঘরbr হাসি আর গানে ভরে তুলবো!br br বাজারের থলি হাতেbr দরাদরি করি যাতেbr দুটো টাকা করা যায় সাশ্রয়br br চাহিদার শেষ নেইbr আছে সব মেজাজেইbr আমি শুধু হচ্ছি নিরাশ্রয়।br br প্রতিবেশী পাঁচু রায়br নিজের গাড়িতে যায়br দেখে কি লুচির মতো ফুলবো?br br একটু চ্যবনপ্রাশেbr মনে বেশ জোশ আসেbr ভাবি ঠিক প্রতিশোধ তুলবো।br br video - #kakalisinhabr br #dinjaaydinase #modernbengalisong


User: dm_ebc42a804170a94fac33f8ac23ec6ebc

Views: 0

Uploaded: 2021-09-29

Duration: 04:22