মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের তিনজনের

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের তিনজনের

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের তিনজনের। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর সিঙ্গুর থানার খাসের ভেড়ি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। মৃতরা হল মনিকা দেব, কমলিকা সাধু, শিবম সাধু। আহত কাজল দেব ভর্তি হাসপাতালে। জানা গেছে, কাজল দেব নিজেই গাড়ি চালাচ্ছিলেন। বর্ধমানের দিকে যাওয়ার পথে সিঙ্গুরে খাসের ভেড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে থেকে নয়নজুলিতে উল্টে যায় গাড়িটি।


User: The Wall

Views: 62

Uploaded: 2021-10-01

Duration: 03:50