TMC-এর বড় ধাক্কা গোয়ায়,\'সাম্প্রদায়িক\' বলে দল ত্যাগ প্রাক্তন বিধায়কের

TMC-এর বড় ধাক্কা গোয়ায়,\'সাম্প্রদায়িক\' বলে দল ত্যাগ প্রাক্তন বিধায়কের

গোয়ার প্রাক্তন বিধায়ক লাভু মামলেদার বলেন, পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার খোলা হয়েছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকারের তরফে। যে প্রকল্পে প্রত্যেক মাসে মহিলাদের ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। অথচ গোয়ায় সেই একই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রত্যেক মাসে ৫ হাজার টাকা করে পাবেন বলে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। যা একেবারে অসম্ভব বলে দাবি মামলেদারের।


User: LatestLY Bangla

Views: 1

Uploaded: 2021-12-24

Duration: 01:37