Debangshu on KK demise: 'ব্যারিকেড ছিল, মানুষ পাঁচিল টপকে আসার চেষ্টা করেছিলেন আবেগে', বলছেন দেবাংশু

Debangshu on KK demise: 'ব্যারিকেড ছিল, মানুষ পাঁচিল টপকে আসার চেষ্টা করেছিলেন আবেগে', বলছেন দেবাংশু

গতকাল নজরুল মঞ্চে গুরুদাস কলেজের অনুষ্ঠানে এসে গান গাওয়ার সময় অসুস্থ বোধ করেন কে কে। সূত্রের খবর, অনুষ্ঠানের সময় স্পট লাইট অফ করতে বলেছিলেন গায়ক। অনুষ্ঠান-বিরতিতে ব্যাক স্টেজে বিশ্রামও নেন তিনি। এরপর থেকে হোটেলে ফিরে যান কে কে। সেখান থেকে CMRI হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, কে কে-র কপাল ও ঠোঁটে আঘাতের চিহ্ন ছিল। এসএসকেএমে দেহের ময়নাতদন্ত হয়। 


User: ABP Ananda

Views: 60

Uploaded: 2022-06-01

Duration: 03:29

Your Page Title