KK: কলেজের পড়ুয়াদের পাস দেওয়ার পর হাউসফুল নোটিশ টাঙানো হয়েছিল, জানালেন স্যার গুরুদাস কলেজের ছাত্র ইউনিয়নের প্রতিনিধি

KK: কলেজের পড়ুয়াদের পাস দেওয়ার পর হাউসফুল নোটিশ টাঙানো হয়েছিল, জানালেন স্যার গুরুদাস কলেজের ছাত্র ইউনিয়নের প্রতিনিধি

সুরেলা অধ্যায়ের পরিসমাপ্তি। চোখের জলে আজ গোটা দেশ শেষ বিদায় জানাল গানের জাদুকরকে। মুম্বইয়ে ভারসোভা শ্মশানে সম্পন্ন হল কেকে-র শেষকৃত্য। শেষ শ্রদ্ধা জানাতে সকাল সাড়ে ১০টা থেকে আন্ধেরি ওয়েস্টে পার্ক প্লাজার বাসভবনে রাখা ছিল কে কে-র নশ্বর দেহ। সেখানে প্রয়াত গায়ককে শেষশ্রদ্ধা জানান জাভেদ আখতার, হরিহরণ, অলকা ইয়াগনিক থেকে শ্রেয়া ঘোষাল, শান্তনু মৈত্ররা। 


User: ABP Ananda

Views: 25

Uploaded: 2022-06-02

Duration: 05:17

Your Page Title